বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ছয় দফা দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ছয় দফা দাবিতে বরিশালে পদযাত্রা ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট জেলা কমিটি। জোটের জেলা সমন্বয়ক অধ্যাপক আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ। বক্তারা বলেন, এ দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

এ ছাড়া সংসদ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন চালু, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের নৃশংসতা বন্ধ করার দাবি জানানো হয়। পরে ছয় দফা দাবিতে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্র্মিনালে গিয়ে শেষ হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর