বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৪ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১৪ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত। গতকাল সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীকাল শুক্রবার সারা দেশে জুমার নামাজে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এ ছাড়া গাজায় হামলার ঘটনায় শুক্রবার শোক দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ১৪ দেশের রাষ্ট্রদূত ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সাধুবাদ জানান। চিন্তার দিক থেকে দেশগুলোর মধ্যে পার্থক্য থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দেশগুলো এক হতে পেরেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব আরও বলেন, ১৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যার সমাধানে মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও জোর দিয়েছেন। পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সব সময় সমর্থন জানিয়ে আসছি। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে। প্রধানমন্ত্রী এ সময় শুক্রবার জুমার নামাজে বিশেষ দোয়া এবং শোক দিবস ঘোষণার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সময় গতকাল সৌদি আরবে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত জরুরি বৈঠক শেষে দেওয়া রেজুলেশনের মাধ্যমে ইসরায়েলকে কড়া বার্তা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে অংশ নেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, কাতারের রাষ্ট্রদূত আলী মাহদি সাঈদ আল-কাহতানি, লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব সুলিমান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওথমান, সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স হামিদ আল তামিমি, ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহামাদ আল দারাজি, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিহা আল বুলুশি, ইন্দোনেশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স রাদেন উসমান ইফেন্দি এবং মিসরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিনা মাকারি। 

ওষুধ পাঠাতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ : জরুরি ভিত্তিতে ফিলিস্তিনে ওষুধ পাঠাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে টেলিফোনে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনার কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন, ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আমরা অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিতে চাই। এক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধসামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যরে মধ্যে সম্ভব সব চেষ্টাই করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর