বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিদেশ থেকে ভূমিকর পরিশোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিরা যেন বিদেশে বসেই সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা উপ-কমিটির সভায় কমিটির আহ্বায়ক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। সভায় ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল বারিকসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর/সংস্থা ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশনের কার্যক্রম সম্পাদনকারী ভেন্ডর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অংশীজন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় উঠে আসে যে, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু ডিজিটাল ও স্মার্ট উদ্যোগ গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে রোবটিক সিস্টেম থেকে ভূমিসেবার তথ্য প্রাপ্তি, ডিজিটাল ভূমিসেবা ফরমসমূহ নিয়মিত হালনাগাদ, প্রতি মাসে প্রায় ৩ লাখ নামজারি মামলা অনলাইনে নিষ্পত্তি, ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডাকবিভাগের মাধ্যমে খতিয়ান ও ম্যাপ প্রাপ্তি, ১৬১২২/৩৩৩ কল সেন্টারে ফোন করে ভূমিসেবা গ্রহণ, কিউআর কোডভিত্তিক ভূমিসেবা, স্মার্ট ল্যান্ড পয়েন্ট থেকে ভূমিসেবা গ্রহণ-সম্পর্কিত গাইডলাইন চূড়ান্তকরণ। এ ছাড়া প্রবাসীরা বিদেশে বসে ডাকযোগে খতিয়ান গ্রহণ এবং ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বর থেকে ভূমি পরামর্শ সেবা নিতে পারছে। ডিজিটালাইজেশনের কারণে প্রতিদিন ৬ কোটি টাকার ভূমিসেবা ফি তাৎক্ষণিকভাবে কোষাগারে জমা হচ্ছে। কিউআর কোড স্ক্যান করেই ভূমিসেবা ফি পরিশোধ করা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর