শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২৬ অক্টোবর জাতীয় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে ফের সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় সংলাপ হওয়ার কথা রয়েছে। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক ওই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৮ জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে সাবেক নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। তবে দলগুলোর সঙ্গে আর বৈঠকের কোনো পরিকল্পনা নেই সংস্থাটির। এর আগে গত বছর গণমাধ্যম, সুধীজন, পর্যবেক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে ভোটের তফসিল দেওয়া হবে। আর ভোট গ্রহণ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর