শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিককে মারধরে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের মানবিক ক্ষমা

চবি প্রতিনিধি

সাংবাদিকদের গায়ে চা ঢেলে মারধর করা ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারাদেশ ‘মানবিক’ বিবেচনায় প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার। বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গত ৪ অক্টোবর বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় নেওয়া হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের কারণ হিসেবে ‘মানবিকতা’কে প্রাধান্য দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মতে অভিযুক্ত দুই নেতার বাবা-মা এসে কান্নাকাটি করেছে এবং মুচলেকা দিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তারা পরীক্ষায় বসতে পারত না এবং তাদের ছাত্রত্ব চলে যেত।

গায়ে গরম চা ঢেলে গত ১৯ জুন রাতে ক্যাম্পাসের রেলস্টেশনে ঢাকা স্টেট পত্রিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদকে পিটিয়ে জখম করায় ৬ মাসের জন্য বহিষ্কার করা হয় দুই ছাত্রলীগ কর্মীকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর