শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেষ দিনেও বাড়ল সূচক-লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেষ দিনেও বাড়ল সূচক-লেনদেন

সপ্তাহের শেষ দিনে সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে সবকটি মূল্যসূচক। সেইসঙ্গে বেড়েছে  লেনদেনের পরিমাণ। মূলত বিমা কোম্পানিগুলোর ওপর ভর করে বেড়েছে এ সূচক ও লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৭৬টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা  কোম্পানি রয়েছে ৪৮টি। আর দাম কমার তালিকায় আছে একটি বিমা কোম্পানি। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫১২ কোটি ২১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৭০ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সোনালি  পেপারের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৫২ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। দাম কমেছে ৩৬টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ৪ কোটি ১৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর