শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নেপালের ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি চূড়ান্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে ভারত থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তিনি বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ জন্য বিনিয়োগকারীদের নানা সুবিধা দিচ্ছে। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা এবং কানেকটিভিটিকে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয়। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে এসকাপ আয়োজিত তৃতীয় এশিয়া প্যাফিসিক এনার্জি ফোরামে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশসহ এই অঞ্চলে প্রাথমিক জ্বালানির চাহিদা উতরোত্তর বাড়ছে। এই চাহিদা ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করছে। চাহিদা পূরণে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা অবশ্যই বাড়াতে হবে। গ্রিড আন্তসংযোগের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আরও বিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়া চলছে। অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিদা সালসিয়া আলিসজাহবানার সভাপতিত্বে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীসহ সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর