শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মিথ্যা ঘোষণায় আনা চার কনটেইনার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা চার কনটেইনার পণ্য জব্দ করেছে কাস্টমস। এসব কনটেইনারের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ডেক্সট্রোজ, গুঁড়া দুধ, কফি মেট ও মেনথল। মিথ্যা ঘোষণার মাধ্যমে দেড় কোটি টাকার শুল্কফাঁকির চেষ্টা করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করে কাস্টমস। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইফুল হক বলেন, আমদানিকারক কনটেইনারগুলো চট্টগ্রাম বন্দরে খালাস না করে সিঙ্গাপুরে ফেরত পাঠাতে রিটার্ন অব বোর্ড (রোব) ঘোষণা করে। তাদের এ কৌশলটি বুঝতে পেরে বন্দর ত্যাগের আগ মুহূর্তে এআইআর শাখার কর্মকর্তাদের নির্দেশে কনটেইনার চারটি নামানো হয়। সেখানে ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে অন্য পণ্য বেশি পাওয়া গেছে। এর মধ্য দিয়ে প্রায় দেড় কোটি টাকা শুল্কফাঁকির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চীন থেকে ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে চারটি কনটেইনারে এসব পণ্য আমদানি করে। এমভি ওয়াই জাহাজে এসব পণ্য আসে। কিন্তু সেগুলো খালাস হওয়ার আগে আবারও জাহাজে সিঙ্গাপুরে পাঠানোর রিটার্ন অব বোর্ড ঘোষণা করা হয়। এতে সন্দেহ হওয়ায় ১৮ অক্টোবর চালানটি লক করে দেয় কাস্টমসের এআইআর শাখা। ১৯ অক্টোবর পণ্য চালানগুলোর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাত্র ৩ মেট্রিক টন ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। াকি বস্তাগুলোয় ১৫ মেট্রিক টন গুঁড়া দুধ, ৬০ মেট্রিক টন ডেক্সট্রোজ, ১ মেট্রিক টন কফি মেট ও ৩ মেট্রিক টন মেনথল পাওয়া যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর