শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জাতীয় সংসদের শেষ অধিবেশন কাল শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বসছে জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের এটিই শেষ অধিবেশন হবে। একই দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অষ্টম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবারের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ১ নভেম্বর থেকে ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন ঠিক করতে বৈঠক করা হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর