শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

‘মুজিব’ চলচ্চিত্রটি সবাইকে দেখতে বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবারের সব সদস্যকে নিয়ে সিনেমা হলে গিয়ে বঙ্গবন্ধু বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে সকালের প্রদর্শনীতে পঞ্চমবারের মতো চলচ্চিত্রটি দেখেন তিনি। প্রদর্শনী শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটি সবার দেখা উচিত। হাছান মাহমুদ বলেন, আমি বাচ্চাদের নিয়ে এসেছি। কারণ, মুখে বলে ইতিহাস জানানো যায় কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে থাকে। এ জন্য নতুন প্রজন্মের সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি। তথ্যমন্ত্রী বলেন, এ নিয়ে আমার পঞ্চমবার ছবিটি দেখা হলো। তথ্যমন্ত্রী বলেন, প্রথমত, এই সিনেমার নামই বলে দেয় ছবিতে কি দেখাচ্ছে ‘মুজিব-একটি জাতির রূপকার’, ‘মুজিব-দ্য মেকিং অব আ নেশন’। এই ছবিটি দেখলে বোঝা যায়, বঙ্গবন্ধু কীভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকারের প্রশ্নে, বাঙালির স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন, কীভাবে তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ় চিত্তে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর