শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, দলের মহাসচিব মামুনুল হককে মুক্তি না দিলে ইলেকশন প্রতিহত করা হবে। তিনি বলেন, নির্বাচনের আগে মামুনুল হককে মুক্তি দিতে হবে। গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মামুনুল হকের মুক্তির দাবিতে কর্মসূচির ঘোষণা করেন দলের আমির। আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। ২০ নভেম্বর ঢাকায় কঠোর কর্মসূচি পালন করা হবে। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় ছাত্রসমাবেশ করা হবে। নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশ শুরু হয়। নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। এ সময় মামুনুল হকের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বক্তারা বলেন, দুই বছরের বেশি দলের মহাসচিব কারাগারে বন্দি। এ ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে মাওলানা মামুনুল হককে জেলে রেখেছে। দিনের পর দিন রিমান্ড দিয়ে শারীরিক নির্যাতন করছে। আগামী নির্বাচনের আগে মামুনুল হকের মুক্তি চাই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর