রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার শেখ হাসান আরিফ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত একসেস টু জাস্টিস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক দল ও মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়’ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ব্যারিস্টার শেখ হাসান আরিফ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সিনিয়র ক্রাইম রিপোর্টার পারভেজ আহমেদ, বিএইচআরএফ ঢাকা মহনগর শাখার সভাপতি রোটারিয়ান এম রাকীব সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর