রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভোটের দরকার হলে কুমিল্লায় হিন্দুদের ওপর হামলা হতো না : বুলু

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘যদি ভোটের দরকার মনে করতেন তাহলে কুমিল্লায় হিন্দুদের ওপর হামলা হতো না। যার নির্দেশে হামলা হলো তিনি কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হননি দাবি করে বরকতউল্লা বুলু বলেন, বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া ও মারধরের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা। উল্লেখ্য, সম্প্রতি মদমুক্ত পূজা, মদ বাদ দিলে মণ্ডপও কমবে এমন একটি বক্তব্য দিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিবাদ মিছিল বের করলে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর