রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কারাবন্দি আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি বেফাকের

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি আলেমদের মুক্তি এবং তাদের সব মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাক।

গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসের আমেলার বৈঠকে নেতারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠিত হয়। বৈঠকে সারা দেশের শতাধিক আমেলা সদস্য, বেফাকের সহসভাপতিরা, গুরুত্বপূর্ণ মাদরাসাগুলোর মুহতামিমরা অংশগ্রহণ করেন। বক্তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইতিহাসের বর্বরতম ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান।

তারা বলেন, রাজধানীর মিরপুরে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানীদের কেন্দ্র তৈরি এবং মসজিদ নাম দিয়ে কাদিয়ানী উপাসনালয় স্থাপনের নিন্দা জানান এবং অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর