রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সুপারিশ হয়, বাস্তবায়ন হয় না

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে স্টেকহোল্ডারদের নিয়ে বারবার বৈঠক হয়, কমিটি হয়, নানা প্রকার সুপারিশ তৈরি হয়। কিন্তু বাস্তবায়ন হয় না। সুপারিশমালা তৈরির মধ্যেই ঘুরপাক খাচ্ছে সড়ক পরিবহনে শৃঙ্খলা। এসব অভিযোগ তুলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে আবার ১০ সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এসব দাবির মধ্যে রয়েছে, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন। গতকাল ধানমন্ডিতে ‘দেশের গণপরিবহন ও সড়ক নিরাপত্তা পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ উত্থাপন করা হয়। সেমিনারে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, যানজটের কারণে মানুষ বাধ্য হয়ে মটোরসাইকেল ব্যবহার করছে। রাজধানীতে এখন ১৩ লাখের বেশি মোটরসাইকেল। রাজধানীর ৫৩ শতাংশ গণপরিবহন যাত্রী বহন করে। ১১ শতাংশ ব্যক্তিগত গাড়ি যাত্রী বহন করে। অথচ সড়কে ৭০ শতাংশের বেশি জায়গা দখল করে চলে ব্যক্তিগত গাড়ি ও রিকশা। রিকশার হিসাব কেউ জানে না। তাই রাজধানী ঢাকা এখন পৃথিবীর ধীরগতির শহরের তালিকায় শীর্ষে উঠেছে। তিনি জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কমিটি করা হয়, সুপারিশ প্রণয়ন করা হয়। কিন্তু যথারীতি এসবের কোনো বাস্তবায়ন হয় না। অর্থাৎ সড়ক নিরাপত্তার বিষয়টি কমিটি গঠন এবং সুপারিশমালা তৈরির মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

যার ফলাফল প্রতিদিনের অসংখ্য দুর্ঘটনা এবং বহু মানুষের প্রাণহানি ঘটছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক হাসিনা বেগম, মো. রাশেদ খান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমান, রোড সেফটি ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী মো. তৌফিকুজ্জামান, রিসার্চ অ্যান্ড ডিজিটাল ইন্টারভেনশন এক্সপার্ট আমিনুর রহিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর