সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রাবি ক্যাম্পাসজুড়ে উত্তেজনা

অছাত্র-বিতর্কিত নেতৃত্বেই আস্থা, কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ, ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন কমিটির একাধিক পদে বিতর্কিত নেতৃত্ব আসায় সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে এ আন্দোলন করেছেন পদবঞ্চিতরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে গতকাল বেলা সাড়ে ১১টার পর শীর্ষ পদপ্রত্যাশী নেতারা অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে আসেন। এরপর দলীয় টেন্টে সহ-সভাপতি পদ পাওয়া শাহিনুল ইসলাম নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ক্যাম্পাসে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। ২১ অক্টোবর মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় গতকাল কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে পদবঞ্চিত নেতা কাজী আমিনুল হক লিংকন, নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুর সরকার ডন, তৌহিদ দুর্জয় এবং পদবঞ্চিত সাকিবুল হাসান বাকী, অনিক মাহমুদ বনি ও শামীম হোসেনসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী। জানা গেছে, ক্যাম্পাসের নতুন কমিটি নেতৃত্বকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ ও শোডাউন শুরু করেন পদবঞ্চিতরা। বিক্ষোভের একপর্যায়ে কিছু বহিরাগত যুবক নিয়ে মাদার বখস হলে যান তারা এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক গালিবের কক্ষে ভাঙচুর চালান। পরে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে শোডাউন দিয়ে আতঙ্ক ছড়াতে থাকেন এবং পূর্বের কমিটির সহ-সম্পাদক আরব হোসেনকে দেখতে পেয়ে মারধর করেন। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ ওই নেতারা। অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। ছাত্রলীগেরই কতিপয় নেতা নাকি কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বলে শুনেছেন। আসলে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এমনটা করছেন। এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সামনে নির্বাচনে ভূমিকা রাখতে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগত জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তবে সাধারণ সম্পাদক পদ পাওয়া আসাদুল্লাহ-হিল-গালিবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তবে নতুন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর