সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পূজার কারণে রাস্তা বন্ধ বেনাপোল দিয়ে ভারতে যাতায়াতে কড়াকড়ি

বেনাপোল প্রতিনিধি

ভারতগামী পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন পথে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ পাঁচ দিন বেলা ৩টা থেকে সেখানে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে। এ সময়ে মেডিকেল ভিসাধারী পাসপোর্ট যাত্রী ছাড়া অন্য শ্রেণির বাংলাদেশি যাত্রীদের ভারতে প্রবেশ না করতে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বনগাঁসহ কলকাতামুখী যশোর রোডে মানুষের ভিড় ঠেকাতে গতকাল বেলা ৩টা থেকে সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গাপূজার কারণে পেট্রাপোল থেকে বারাসাত পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বিশেষ করে দুপুরের পর থেকে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পেট্রাপোল থেকে কলকাতাগামী সব পরিবহন পাঁচ দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকাল থেকে তা কার্যকর হয়েছে। ভ্যান রিকশা কিংবা অটোতে যাতায়াতকারী যাত্রীসাধারণ ইমিগ্রেশন পার হতে পারবেন। দূরপাল্লার বাস বন্ধের কারণে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের বেলা ৩টার আগে ভারতে প্রবেশের অনুরোধ জানিয়েছেন ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

 

 

 

 

 

সর্বশেষ খবর