সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক পতনে শুরু সপ্তাহের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে সূচক পতনে শুরু সপ্তাহের লেনদেন

শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম দিনের লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

ডিএসইতে দিনের লেনদেন শেষে ৩০৯টি প্রতিষ্ঠানের ১০  কোটি ২ লাখ ৪০ হাজার ৭৫৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাতবদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসইতে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১১৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের  চেয়ে ১২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল  সোনালি পেপারের শেয়ার।     দ্বিতীয় অবস্থানে ছিল  রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল প্রভাতি ইন্সুরেন্সের শেয়ার। অন্যদিকে  সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে। সিএসইতে ১৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছে  ৫১টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭৬৫ টাকার  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৫৫৯ টাকার।

সর্বশেষ খবর