মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় গণহত্যাসহ ইসরায়েলি নারকীয়তার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আজাদ বলেন, এই হত্যাযজ্ঞ একটি চরম মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। তিনি বলেন, ইসরায়েলি হানাদার বাহিনী অবরুদ্ধ গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, তেল, গ্যাস, ওষুধসামগ্রীর সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্যতম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। একমাত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণের স্থায়ী সমাধান সম্ভব। শ্রমিক নেতা বাদল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, আবদুল ওয়াহেদসহ অন্যরা। সমাবেশ শেষে মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে পুরানা পল্টন গিয়ে শেষ হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর