মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চাকরি জাতীয়করণের দাবিতে সেসিপ কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ১ হাজার ১৮৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। মাউশি অধিদফতরে এ কর্মসূচির আয়োজন করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এসব পদ রাজস্ব খাতে স্থানান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ও ইতিবাচক কাজ করেছে। তবে অর্থ মন্ত্রণালয় এ পদগুলো রাজস্ব খাতে স্থানান্তর করার সম্মতি দেয়নি। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ওই ১ হাজার ১৮৭টি পদের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ ১০-২৪ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই ১ হাজার ১৮৭ জনবলকে প্রকল্প শেষে চাকরিচ্যুতি থেকে রক্ষা করার দাবিও জানান সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা। সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. আবদুল হাকিম, সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসিসহ অন্যরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর