মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খুলনা মেডিকেলে সরকারি কর্মচারী সমিতি গঠনে দ্বিধাবিভক্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। এতে কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করে পূর্বের কমিটিকে আপাতত দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল হাসপাতালের কনফারেন্স রুমে সমিতির কমিটি গঠন-সংক্রান্ত বৈঠকে এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ। জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিটের ত্রিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি নতুন কমিটি ঘোষণার জন্য গতকাল দিন ধার্য করেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে দ্বিধাবিভক্তি থাকায় কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করে পূর্বের কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলা হয়। হাসপাতালের অফিস সহকারী, ওয়ার্ড বয়, নিরাপত্তা কর্মীসহ সরকারি কর্মচারীরা এই সমিতির সদস্য রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর