বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আনসারকে আটকের ক্ষমতা অশুভ উদ্দেশ্যের নগ্ন প্রকাশ : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

আনসার ব্যাটালিয়নকে আটকের ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে বিল উত্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আনসার ব্যাটালিয়নকে আটকের ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছেন এবং চলতি সংসদ অধিবেশনেই বিলটি পাসের আয়োজন চলছে। এটা সরকারের অশুভ উদ্দেশ্যের নগ্ন প্রকাশ। এ আইন পাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা নতুন ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবেন, যা মূলত বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর প্রয়োগ করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার অশুভ উদ্দেশ্যে করা হচ্ছে। কিন্তু আনসার ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল পুলিশকে সহায়তার জন্য, পুলিশের কোনো প্যারালাল বাহিনী হিসেবে নয়।

বিবৃতি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর