বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ আর নেই

আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ (৮১) আর নেই। গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে বিচারপতি আবদুর রশিদ ইন্তেকাল করেন। তাঁর একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন। তিনি দেশে ফিরছেন। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগামী শুক্রবার জানাজা হবে। বিচারপতি আবদুর রশিদ ১৯৪২ সালের ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জন্মগ্রহণ করেন।

 ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাই কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। বিহারিদের নাগরিকত্ব দেওয়া, ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি বাতিল প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা ইত্যাদি তাঁর দেওয়া উল্লেখযোগ্য সিদ্ধান্ত ও রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর