বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঐক্য ও সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্য ও সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ দেশকে রংধনু নেশনে পরিণত করতে চায়। অর্থাৎ একটি রংধনুতে যে রকম অনেকগুলো রং থাকে সে রঙের মধ্যে আমাদের ১৭-১৮টি নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে, বাঙালি যারা আছে সবাই এক একটি রং। সব রং মিলে কিন্তু রংধনু। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বিএনপির মূলমন্ত্র। আর যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে তারাই বৌদ্ধদের মন্দিরে আগুন লাগিয়েছে। তারা হিন্দুদের মন্দির ভাঙে। গতকাল নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

 বান্দরবান জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম সম্পাদক দিপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাচিং প্রু জেরী। সম্প্রীতি সমাবেশ উদ্বোধন করেন চন্দ্রগুপ্ত বড়ুয়া। আমীর খসরু বলেন, আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করেন এটার মূল উৎস হচ্ছে- যে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করবে। যার যার ভাষা ও ঐতিহাসিক ভূমিকা আছে, ইতিহাস আছে সেটাকে পালন করবে। আমাদের বিপক্ষে যারা আছে তারা বলে বাঙালি জাতীয়তাবাদ। শুধু যারা বাঙালি তাদের জন্যই কি বাংলাদেশ হয়েছে। সমগ্র বাংলাদেশের মধ্যে যারা বসবাস করে সবার জন্য বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর