বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রংপুর বিভাগ বিএনপির ১০ হাজার নেতা-কর্মীর ঢাকা আসার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশে যোগ দিতে রংপুর বিভাগের আট জেলা ও মহানগর থেকে ১০ হাজার নেতা-কর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নেতা-কর্মীদের শঙ্কা যাত্রাপথে তাদের হয়রানি করা হতে পারে। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।

জানা গেছে, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুন উর রশীদ। তিনি বলেন, ২৮ তারিখ ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। রংপুর মহানগর ও জেলার সব নেতা প্রস্তুÍত। আগামীতে যে কর্মসূচি আসবে তা আমরা পালন করব। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সবার একটাই দাবি, শেখ হাসিনার পতন। তবে নেতা-কর্মীদের আশঙ্কা, ২৮ তারিখের আগে কিংবা পরে বাস চলাচল বন্ধ করে দিতে পারে সরকার দলের পক্ষ থেকে। তাই অনেকে আগে গিয়ে অবস্থান নেবেন। রংপুর বিভাগ থেকে কমপক্ষে ৮-১০ হাজার নেতা-কর্মী ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর