বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঋদ্ধস্বরের যুগপূর্তিতে নানা আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যালি ও আবৃত্তি প্রযোজনার মধ্য দিয়ে প্রতিষ্ঠার যুগপূর্তি উদযাপন করল আবৃত্তির সংগঠন ‘ঋদ্ধস্বর’। গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কথাসাহিত্যিক আনিসুল হক, শিশু একাডেমির মহাপরিচালক ও ছড়াকার আনজীর লিটন, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারমিন ইসলাম জুঁই। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘ভূতের যাদু’ ও ‘হাট্টিমাটিম টিম’ নামের দুটি আবৃত্তি প্রযোজনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিশু-কিশোররা হলেন- রুয়াইশিদ, সোহা, মসাজিদ, মুনতাহা, তাহিয়া, আরিয়ান, আবিদ, সানজানা, আলিয়া, ইকনান, আদিবা, ইউসুফ প্রমুখ।

এর আগে বিকালে অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে জাতীয় নাট্যশালা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর