শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে সেন্ট্রাল আফ্রিকা গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

শান্তিরক্ষা মিশনে সেন্ট্রাল আফ্রিকা গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল চার দিনের সরকারি সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গেছেন। আইএসপিআর জানায়, সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন করবেন এবং তাদের দিকনির্দেশনা দেবেন। সফরকালে সেনাপ্রধান দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরশেষে সেনাপ্রধান ১ নভেম্বর দেশে ফিরবেন।

উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ২০১৪ সাল থেকে সেখানে ৯৭৬৬ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন এবং আটজন সেনাসদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর