শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সৈয়দ আবুল হোসেনের দাফন আজ শেষ শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের দাফন হবে আজ শুক্রবার। সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে ও বিকালে মাদারীপুরে নামাজে জানাজা শেষে আজ ডাসার উপজেলায় চিরনিদ্রায় শায়িত হবেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী সৈয়দ আবুল হোসেন। গতকাল বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে সৈয়দ আবুল হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন। এরপর তাঁর মরদেহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

জানাজার পর সৈয়দ আবুল হোসেনের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মরহুমের প্রতি আরও শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুব, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সহসভাপতি ডা. দিলীপ রায়, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর