শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি মিলছে না সুফল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সড়ক প্রশস্ত করার পর গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়কের মধ্যে পড়ে যায় বিদ্যুতের খুঁটি। দীর্ঘদিনেও এগুলো সরানো হয়নি। সিটি করপোরেশন রাস্তা প্রশস্ত করলেও মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থেকে যাওয়ায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এ ছাড়া যানবাহন চলে ঝুঁকি নিয়ে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে- খুঁটি সরানোর কাজটি ডেসকো কর্তৃপক্ষের। ডেসকো বলছে- খুঁটি সরাতে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

টঙ্গী, পুবাইল, গাছা, বাসন, জয়দেবপুর, কাশেমপুর কোনাবাড়িতে প্রশস্ত করার পর সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রয়ে গেছে।

সিটি করপোরেশন জন ও যান চলাচলের সুবিধার্থে নগরীর এসব রাস্তা প্রশস্ত করলেও মধ্যে খুঁটি থাকায় এর সুফল মিলছে না।

মাঝখানে খুঁটি থেকে যাওয়ায় বোঝা যাচ্ছে না সড়কটি আদৌ প্রশস্ত করা হয়েছে কি না। সড়কের মধ্যে খুঁটি থাকায় দুটি রাস্তা বলে বিভ্রান্তি হচ্ছে। যান চলাচলে যেমন সমস্যা হচ্ছে, পথচারীরাও বিপাকে পড়ছেন। টঙ্গী দত্তপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা নিশাত জাহান পলি বলেন, মাঝপথে খুঁটি থাকায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে।

টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর মো. শাহ আলম রিপন বলেন, আমার ওয়ার্ডে রাস্তা প্রশস্ত হয়েছে; কিন্তু রাস্তার মাঝপথ থেকে খুঁটি সরানো হয়নি। এ ছাড়া খুঁটির তার আরও উঁচু করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর