শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আগস্টে ৪,৫৭৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্টে ৪,৫৭৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে চলতি বছর আগস্টে ১ হাজার ১৩৪টি অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫৭৫টি সংযোগ বিচ্ছিন্ন এবং ৪১.৪২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সদস্য নাসরিন জাহান রত্নার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। গতকাল প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। নসরুল হামিদ বলেন, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধকল্পে নানামুখী কর্মসূচি এবং বিভিন্ন কর্মপরিকল্পনা করা হয়েছে। গ্যাসের অবৈধ ব্যবহার রোধে লিফলেট বিতরণ, মাইকিং, বিজ্ঞাপন, সভা-সেমিনার আয়োজন, বিভিন্ন ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগ গ্রহণের ঝুঁকি, পরবর্তীতে দুর্ঘটনার সম্ভাবনা এবং গ্যাস আইন-২০১০ অনুযায়ী শাস্তির বিধান সম্পর্কে জনগণকে সচেতন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ রোধে প্রত্যেক গ্যাস বিতরণ কোম্পানির কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও আঞ্চলিক পরিদর্শন টিমের সংখ্যা বৃদ্ধি করে কার্যক্রম জোরদার করা হয়েছে। অধিকন্তু অবৈধ গ্যাস ব্যবহার রোধকল্পে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে বিচ্ছিন্নকৃত গ্রাহক/গ্যাস ব্যবহারকারীর নাম, ঠিকানা পরিচিতি মিডিয়ার মাধ্যমে প্রকাশ এবং পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে   অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম  অব্যাহত রাখা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের অপচয় রোধে জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিভুক্ত  প্রতিষ্ঠানসমূ হকে  কো-জেনারেশন/ ট্রাই-জেনারেশনের মাধ্যমে জ্বালানি দক্ষতা ন্যূনতম ৭০% বজায় রাখার কার্যক্রম  চলমান রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ২২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন : বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামীতে ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর