শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩৫) হত্যা মামলার আসামিদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিহত শাহ আলমের বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী এ দাবি জানান। এ সময় নিহত শাহ আলমের স্ত্রী ফেরদৌস আরা বৃষ্টি, তার একমাত্র শিশুকন্য সুমাইয়া (২) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সৈয়দ আলী বলেন, দারুস সালাম থানার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় শাহ আলম। আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলে স্থানীয় সেলিম মার্কেটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। এ ছাড়া ওই মার্কেটে তার নিজের একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে শাহ আলম তার মালিকের সঙ্গে দারুস সালাস থানায় ছিল। সেখান থেকে তাকে ডেকে আনা হয়। পথে মাজার রোডের আগে বুদ্ধিজীবী কবরস্থানের বাম পাশে, একই দলের থানার সাবেক সভাপতি ইসলাম তার ছেলে শান্তসহ দল-বল নিয়ে শাহ আলমের ওপর হামলা করে। তারা শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামি পক্ষ মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর