শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সংঘাতের পথে দেশ : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

সরকারের অযৌক্তিক ও একগুঁয়েমি আচরণের কারণে দেশ চূড়ান্ত সংঘাতের দিকে এগিয়ে চলছে বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, দেশে এখন চরম সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশ অবশ্যম্ভাবী সংঘাতের পথে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর বিকল্প নেই। অন্যথায় সংঘাত অনিবার্য। একই দাবিতে আগামী ৩০ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জোটনেতারা। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবুল আলী প্রমুখ।

 সমাবেশ সঞ্চালনা করেন বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান অপু।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর