শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খুলনা সিটি কলেজের প্রথম পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি কলেজের প্রথম পুনর্মিলনী

স্মৃতিফলক উন্মোচন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে খুলনা আউটার স্টেডিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বক্তারা বলেন, শিক্ষার আলো প্রসারের জন্য এই কলেজটি দীর্ঘ দিন সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, প্রফেসর আবজারুল রহমান, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, মো. ফাইজুর রহমান টিটো, এসএম রবিউল ইসলাম, মো. মোশারফ হোসেন শিকদার, মো. মঈনুল ইসলাম শিমুল। এর আগে মেয়র সিটি কলেজ প্রাঙ্গণে কেক কাটেন এবং স্মৃতি ফলক উন্মোচন করেন। পরে মেয়রের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর