সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে বেড়েছে আলু পিঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি পিঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আলুর দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিনে যানবাহনের সমস্যা ও ভারতের বাজারে পিঁয়াজের দাম নির্ধারণের কারণে দাম বেড়েছে। সামনের দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতারা বলছেন, কোনো কারণ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকারের উচিত দ্রুত বাজার মনিটরিং করা। গতকাল রাজধানীর রায়েরবাগ, মালিবাগ বাজারে দেশি পিঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর আমদানি করা পিঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। অথচ গত বৃহস্পতিবার রাজধানীতে দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা কেজিতে। আর আমদানি করা পিঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। অর্থাৎ দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। একই দৃশ্য দেখা গেছে সাদা ডায়মন্ড আলু বিক্রিতেও। বৃহস্পতিবার এই আলু ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছিল। সেই আলু আজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। অর্থাৎ পিঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দামও। মালিবাগ বাজারের ব্যবসায়ী সোহেল খান বলেন, পিঁয়াজ ও আলুর দাম বাড়ছে। আড়তদাররা জানিয়েছেন আরও বাড়বে। তিনি বলেন, দু’দিন আগেও আমদানি পিঁয়াজ বিক্রি করেছি ৮০ টাকা কেজিতে। আজ (গতকাল) আমদানি করা পিঁয়াজ কেনাই পড়েছে ৯৪ টাকা কেজি। আমি ১০০ টাকা কেজি বিক্রি করছি। আর দেশি পিঁয়াজ কেনা পড়েছে ১১৮ টাকা কেজি। খরচসহ ১২৩ টাকা পড়েছে, তাই ১৩০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।ালিবাগ বাজারের ক্রেতা শরিফ আহমেদ বলেন, রাতের ব্যবধানে সেঞ্চুরি পার করেছে পিঁয়াজ। রাতে যে পিঁয়াজের কেজি ছিল ৮০ টাকা, সকালে তা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সব কিছুর দাম দিন দিন বাড়ছে। কোনো কিছুর দাম কমার লক্ষণ নেই।

এদিকে ভারত সরকার পিঁয়াজের সরবরাহ ও দাম ঠিক রাখতে রপ্তানির ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিয়েছে। যা কার্যকর করা হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় শনিবার জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পিঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটন পিঁয়াজের দাম ৮০০ ডলার হলে কেজিপ্রতি এর রপ্তানি মূল্য পড়বে ৬৭ রুপি। ফলে দেশের ভিতরে কোনো কোনো বাজারে পিঁয়াজের দাম কেজিতে ৮০ রুপি পর্যন্ত উঠে গেছে।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর