সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলি বাহিনীর অনুকরণে হাসপাতালে বিএনপির হামলা ন্যক্কারজনক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীর অনুকরণে হাসপাতালে বিএনপির হামলা ন্যক্কারজনক : তথ্যমন্ত্রী

সমাবেশের নামে হাসপাতাল, পথচারী, সাংবাদিক, পুলিশ এবং বিভিন্ন স্থাপনার ওপর বিএনপির হামলাকে ইসরায়েলি বাহিনী ও একাত্তরে পাকিস্তানি হানাদারদের বর্বরতার সঙ্গে তুলনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা হাসপাতালে হামলা চালিয়েছে। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়েছিল, শনিবার বিএনপি-জামায়াতও রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে ২০টির বেশি অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছে। সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশের নামে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা চালিয়ে একজন পুলিশকে পিটিয়ে পরে চাপাতি দিয়ে কোপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের হামলায় ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা গুরুতর, আনসারের ২৫ জন এবং ২১জন সাংবাদিক আহত হয়েছে। প্রায় শতাধিক গাড়ি পুড়িয়েছে। দেশের ৫২ বছরের ইতিহাসে প্রধান বিচারপতির বাসভবনে কখনো এর আগে হামলা হয়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশের কথা বলে বিএনপি সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। প্রধান বিচারপতি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, প্রধান বিচারপতি একটি প্রতিষ্ঠান, বিচার বিভাগের প্রধান। ইতিপূর্বে বিএনপির আইনজীবীরা প্রধান বিচারপতির খাস কামরায় লাথি মেরেছিল, সেটিও বিচার বিভাগকে তাদের তোয়াক্কা না করার প্রমাণ।

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীরা কোনো দলের পক্ষ হয়ে সেখানে যায়নি, নিউজ কভার করতে গেছে। গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের শামিল। তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করার স্বার্থেই তারা যেখানে চেয়েছে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, সার্বিকভাবে সহায়তাও করা হয়েছে। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, বিএনপিরও চরিত্র কখনো বদলায় না, এটিই প্রমাণিত হলো। বিএনপি-জামায়াত আবার পূর্বের রূপে ফেরত আসছে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল এভাবে বর্বরতা করতে পারে না। এর দায় শুধু যারা করেছে তাদের নয়, দায় এর নির্দেশদাতাদের। কারণ তারা প্রস্তুতি নিয়ে এসেছিল। তথ্যমন্ত্রী বলেন, এই হামলা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী দলের কাজ। সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশেই বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় সমবেত করেছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে বা করবে তাদের বিরুদ্ধে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়েছে এ বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরাও সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং আশা করব, যারা পুলিশ মেরেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে, যারা জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর