মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে ছিনতাই আতঙ্ক!

আফজাল, টঙ্গী

টঙ্গীতে ছিনতাই আতঙ্ক!

গাজীপুরের টঙ্গীতে চোর ও ছিনতাই আতঙ্কে এলাকাবাসী। একই রাতে ছয়টি দোকানে গণচুরি এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকাবাসী ও দোকানিরা এখন দিশাহারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় গণচুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে দিন দিন বাড়ছে চুরি ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। ১৪ অক্টোবর ভোররাতে স্থানীয় কলেজ রোড ও দক্ষিণ আউচপাড়া এলাকায় ছয়টি দোকানে গণচুরি সংঘটিত হয়েছে।  দোকানগুলোর মধ্যে কলেজ রোডের তাকিয়া ফার্মেসি, ইসমাইল ফার্মেসিসহ আরও দুটি ফার্মেসি ও একটি মুদি দোকান এবং দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকার আল্লাহর দান মুদি দোকানের সাটার ভেঙে ৬-৭ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চোরের দল। এ ছাড়াও টঙ্গী পশ্চিম থানা এলাকার গাজীপুরা, খরতৈল, সাতাইশ বাগানবাড়ি, গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন এলাকা, খাঁপাড়া দীঘিরপাড়, ছয়তলা সামছুর গার্মেন্ট-সংলগ্ন এলাকা, মোল্লাবাড়ি, হোসেন মার্কেট, বড় দেওড়া সিংবাড়ি মোড়, আক্কেল আলীর বাথান, মিত্তিবাড়ি, তিলারগাতি, সফিউদ্দিন সরকার একাডেমি রোডের মাথা, কলেজ রোড, চেরাগ আলী রিকশা স্ট্যান্ড, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের সামনে, মিলগেট, টঙ্গী-কামারপাড়া রোডের মাথা, আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন টেশিসের সামনে, টঙ্গী বাজার সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্স রোড, হাজীর মাজারবস্তির আইআরআই রোডে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন পথচারীসহ এলাকাবাসী। প্রতি মাসের ১০-১৫ তারিখের মধ্যে পোশাককর্মীদের বেতন-ভাতা হওয়ায় ওই তারিখে ছিনতাইকারীদের অপতৎপরতা বহুমাত্রায় বেড়ে যায়। অন্যদিকে টঙ্গী মিরেশপাড়া, আরিচপুর, শিলমুন, মরকুন, হকের মোড়, আমতলী, নিমতলী, টঙ্গী রেল ব্রিজ, সান্দার পাড়, রেলস্টেশন, দত্তপাড়াসহ বিভিন্ন এলাকা সন্ধ্যার পর চলে যায় ছিনতাইকারীদের দখলে। যোগাযোগ করা হলে দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকার মুদি দোকানি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার ভোররাতে চোরচক্রের সদস্যরা আমার দোকানের সাটার ভেঙে অন্তত ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক সফিউদ্দিন একাডেমি রোড এলাকার একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যা ঘনিয়ে এলেই বাস্তুহারা ও দত্তপাড়া এলাকার কয়েকটি ছিনতাইকারী চক্র সফিউদ্দিন সরকার একাডেমি রোডের মাথায় ছিনতাই শুরু করে। রাত যত বাড়তে থাকে এদের অপতৎপরতা ততই বাড়তে থাকে। এরা এলাকাবাসী ও পথচারীদের দেশি অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এদের কর্মকান্ডে আমরা আতঙ্কিত।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত বলেন, চলতি মাসে ছিনতাইয়ের ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ছিনতাই রোধে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, চুরির ঘটনায় পৃথক পৃথক অভিযোগ পেয়েছি। এ ছাড়া ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর