মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীর বর্বোরচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা এলাকায় মানবিক সাহায্য প্রদানে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণায় জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবকে বাংলাদেশ শান্তি পরিষদ স্বাগত জানিয়েছে। গতকাল বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা বলেন, গাজায় জায়নবাদী ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। জেনেভা কনভেনশনসহ সব আন্তর্জাতিক সনদ এবং অন্যান্য সব আইনেই এ হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য। সর্বোপরি, লাগাতার হামলা অব্যাহত রেখে গাজা এলাকায় মানবিক সাহায্য প্রদানের সুযোগকে বন্ধ করে রাখা কোনো আইনেই গ্রহণযোগ্য নয়। তাই জাতিসংঘের সাধারণ পরিষদে গত ২৮ অক্টোবরে পাস হওয়া এ যুদ্ধবিরতির প্রস্তাবকে অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী বলে বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে।

বাংলাদেশ শান্তি পরিষদ গাজায় অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের জোর দাবি জানিয়েছে।

তারা আরও বলেন, আজ যখন সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে দাঁড়িয়েছে। তখন মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার কতিপয় মিত্র সংকীর্ণ স্বার্থে এ শান্তি প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের এই চরম সংকটে পশ্চিমা বিশ্ব আজ নীরব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর