মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সংসদে দুই বিল পাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে গতকাল বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩ পাস হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে গতকালের বৈঠকে বিল দুটি পাস হয়। বিল দুটি পাস করার প্রস্তাব করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেধা সম্পদকে অধিকতর সুরক্ষা দিতে বাংলাদেশ পেটেন্ট আইন-২০২৩ এবং বাংলাদেশের শিল্প খাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের ওপর জোর দেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩ পাস হয়।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর