বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজিবির ওপর চোরা কারবারিদের হামলা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতের ১০টি গরু আটকের পর একটি সংঘবদ্ধ চক্র বিজিবির ওপর দেশি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আত্মরক্ষায় সংঘবদ্ধ চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় মো. পারভেজ হোসেন (২২) নামে একজনের পায়ে গুলি বিদ্ধ হয়। চোরাকারবারিদের হামলায় তিন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে বিজিবিসূত্র জানিয়েছেন। গতকাল ভোরে বুড়িরহাট সীমান্তের মেইন পিলার নম্বর ৯১৮-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে খান্ডেরচড়ায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৮-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে খান্ডেরচড়া গ্রামে চোরাকারবারিদের কাছ থেকে ভারতের ১০টি গরু আটক করে।

পরে সীমান্তে বসবাসকারীরা বিজিবির ওপর আক্রমণ চালিয়ে গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের আক্রমণে বিজিবির তিন সদস্য আহত হন। তাদের মধ্যে নায়েক মো. মাহেদুরের অবস্থা গুরুতর। বিজিবি আত্মরক্ষার্থে ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তাদের গুলিতে পারভেজ হোসেন নামে এক চোরাকারবারি আহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডেরচড়া গ্রামের সাদেকুলের ছেলে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ‘বিজিবির শান্তিপূর্ণ টহলদলের ওপর গ্রামবাসী হামলা চালালে তিন বিজিবি সদস্য আহত হন। বিজিবি নিজেদের রক্ষায় ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

সর্বশেষ খবর