বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পণ্য আমদানি-রপ্তানির সময় বাড়ল চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে অন্যতম স্থলবন্দর হলো ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ সীমান্তে বুড়িমারী)। এবার থেকে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। সে পরিপ্রেক্ষিতে এখন থেকে উভয় দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা এই স্থলবন্দর খোলা থাকবে। আগে এই সময়সীমা ছিল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (১০ ঘণ্টা)। এ খবর জানিয়েছে কলকাতার টেলিগ্রাফ পত্রিকা।  গত সোমবার চ্যাংড়াবান্ধা উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমস বিভাগের সহকারী কমিশনার আবদুল আলিম, বুড়িমারী কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট আবদুল লতিফ, চ্যাংরাবান্ধা কাস্টমস বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিমা লামু শেরপাসহ বিএসএফ এবং বিজিবির সিনিয়র কর্মকর্তারা। নিমা লামু শেরপা জানিয়েছেন, এতদিন এই সীমান্ত দিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি ছিল। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উভয়দিক দিয়ে ট্রাক চলাচল করতে পারবে। আমরা মনে করি, এই সিদ্ধান্তের ফলে এই সীমান্ত দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাবে। পরিসংখ্যান বলছে এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে যায়। অন্যদিকে শতাধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশ থেকে আসে ভারতে।

সর্বশেষ খবর