বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়ক রক্ষণাবেক্ষণে আলাদা তহবিল গঠনের নির্দেশ

একনেকে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সড়ক রক্ষণাবেক্ষণে আলাদা তহবিল গঠনের নির্দেশ

সড়ক রক্ষণাবেক্ষণের জন্য আলাদা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল একনেক সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ৫২ হাজার ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি অর্থনীতিতে প্রভাব ফেলছে। আমি নিজেই র‌্যাডিসন হোটেলের কর্মীদের কাছ থেকে জেনেছি, আগামী বেশ কয়েকটি বুকিং বাতিল হয়েছে।’ তিনি বলেন, সম্পদ ধ্বংস, প্রাণহানিসহ অর্থনীতির জন্য ক্ষতিকর যেসব কার্যক্রম এখন চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বিনাশী কার্যক্রম পরিত্যাজ্য। প্রধানমন্ত্রী দ্রুত প্রকল্প শেষ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেসব প্রকল্পের বিদেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেসব প্রকল্পের ঋণ দ্রুত ছাড় করতেও তাগিদ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, দেশে বর্তমানে সড়কের পরিমাণ অনেক বেড়েছে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কারণে সড়ক বেশি ভাঙছে। এগুলো মেরামত করতে হিমশিম খেতে হয়। এ জন্য উন্নত সড়কগুলো থেকে টোল আদায় করে মেরামত ব্যয় ব্যবস্থাপনা তহবিল গঠনের উদ্যোগ নিতে হবে। একনেক সভায় মোট ৩৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৫৭ কোটি এবং ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে। একনেক সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি প্রকল্প অনুমোদন দেন। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেন তিনি। একনেক সভায় অনুমোদন পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে গৃহীত ‘ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন’ শীর্ষক ৮ সারির (লেন) সড়ক নির্মাণ প্রকল্প। ঢাকা মহানগরীর অভ্যন্তরে যানজট নিরসনে সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় ইনার সার্কুলার রিং রোডের উন্নয়নের প্রস্তাবনা রয়েছে। সে প্রস্তাবনার আলোকেই সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত বিদ্যমান সড়কটিকে ৮ সারিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর