বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে চামড়াশিল্পের বৃহৎ প্রদর্শনী কাল শুরু

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুরু হচ্ছে চামড়াশিল্পের বৃহৎ প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৩’-এর নবম আসর। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেড আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীটি শেষ হবে শনিবার। এতে চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে। ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, কনফেডারেশন অব ইন্ডিয়ান ফুটওয়্যার ইন্ডাস্ট্রিসহ ১০ দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর