বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
বঙ্গবন্ধু টানেলে রেসিং

৯ রেসিং কার চিহ্নিত মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্পোর্টস কার দিয়ে রেস করা ৯টি গাড়িকে চিহ্নিত করা হয়েছে। টানেলের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজের সহায়তায় এসব গাড়ি চিহ্নিত করার পর মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় গাড়ি চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করে টানেল কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু টানেলের উপ-প্রকল্প পরিচালক মো আবুল কালাম আজাদ বলেন, টানেলের ভিতর স্পোর্টস কার নিয়ে রেস করেছে এমন ৯টি কার চিহ্নিত করা হয়েছে। এসব কারের মালিক ও রেসে অংগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানা কর্তৃপক্ষই পরবর্তী পদক্ষেপ নেবে। কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। টানেল কর্তৃপক্ষ রেসে অংশ নিয়েছে এমন ৯টি গাড়ির নম্বর দিয়ে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছে। তাদের লিখিত অভিযোগ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। টানেল উদ্বোধনের পরের দিন মধ্য রাতে স্পোটর্স কার নিয়ে রেসে মেতে ওঠে উঠতি বয়সী কিছু ছেলে। ১০টি কার ওই রেসে অংশ নেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ থেকে। এ ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। এরপর থেকে রেসে অংশ নেওয়া স্পোটর্স কার চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে টানেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বহরের ২১টি গাড়ি টানেল ব্যবহার করে আনোয়ারার জনসভায় যোগদান করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজের গাড়ির জন্য ২০০ টাকা এবং বহরের বাকি ২০ গাড়ির জন্য ৪ হাজার টাকা টোল প্রদান করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর