বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এলো ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬২০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট উদ্বোধনের দিনে ইন্দোনেশিয়া থেকে দেশে আনা হয়েছে আরও ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা। গতকাল ভোররাতে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজ এমভি জগ রাজীব মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটির জন্য বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রয়োজন হয় ৫ হাজার মেট্রিক টন কয়লা। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রামপালে কয়লাভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুয়ারাপান্তাই বন্দর থেকে ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী জাহাজ এমভি জগ রাজীব।

জাহাজটি চট্টগ্রাম বন্দরে ২৩ হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর তা লাইটার জাহাজে করে মোংলা বন্দরে আনা হয়। অবশিষ্ট ৩১ হাজার ৭০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বুধবার ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। ইতোমধ্যে ফেয়ারওয়ে বয়া থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। এসব কয়লা খালাসের পর মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে রাখা হবে। এর আগে গত ২১ অক্টোবর ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভেড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি সাগর জিৎ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর