বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
বাজুসের সাবেক সভাপতির শোকসভায় বক্তারা

সোনার অলঙ্কার রপ্তানি করতে পারলে ঘুরে দাঁড়াবে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক

আগামীতে সোনার অলঙ্কার রপ্তানি করতে পারলেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন জুয়েলারি শিল্প মালিকরা। তারা বলেছেন, বাজুসের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত সৈয়দ শামসুল আলম হাসু স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ থেকে একদিন স্বর্ণালঙ্কার বিদেশে রপ্তানি হবে। আজ সৈয়দ শামসুল আলম হাসু আমাদের মাঝে নেই। কিন্তু তার রেখে যাওয়া স্বপ্ন পূরণ করাটাই এখন আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। গতকাল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে প্রয়াত সৈয়দ শামসুল আলম হাসু স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। বাজুসের সহসভাপতি গুলজার আহমেদের সভাপতিত্বে ও বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান ও ডা. দিলীপ কুমার রায়, বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদ, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন, বাদল চন্দ্র রায় ও মো. রিপনুল হাসান।

সভায় প্রয়াত সৈয়দ শামসুল আলম হাসুর কর্মময় জীবন নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মজিবর রহমান খান। ওই শোকসভায় বক্তারা বলেন, সৈয়দ শামসুল আলম হাসু রাজনৈতিক পরিবারে বড় হওয়ার কারণে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সব গুণাবলি বিদ্যমান ছিল। বাজুসকে প্রাতিষ্ঠানিক রূপদান ও বাজুসের সাংগঠনিক কার্যক্রম জেলা পর্যায়ে বিস্তৃতিতে সৈয়দ শামসুল আলম হাসুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর