বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুদকের মামলায় পরিবহন ঠিকাদার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি এবং প্রায় ৩ কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে পরিবহন ঠিকাদার মেসার্স রহিম অ্যান্ড সন্স হ্যান্ডলিংয়ের স্বত্বাধিকারী আবদুর রহিম লস্করকে কারাগারে পাঠিয়েছেন আাদালত। গতকাল বিভাগীয় বিশেষ জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক আশরাফুল ইসলাম তাকে কারাগারে পাঠান। এর আগে মঙ্গলবার রাতে তাকে পিরোজপুর থেকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পণ্য পরিবহনকালে ৬১৮ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ২০০৩ সালের ১৮ জানুয়ারি খুলনা থানায় মামলা করেন তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক রীনা আক্তার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর