বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আওয়ামী লীগ ও জাপার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। এদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারাও। মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনারের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে এক্সে পোস্ট দিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন। জাতীয় পার্টি নিয়ে এক্সে বলা হয়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (গতকাল) জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্য হাইকমিশনার সব অংশীজনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও মাশরুর মওলার সঙ্গে সারাহ কুক এবং হাইকমিশনের এক কূটনীতিকের ছবি দিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।

আওয়ামী লীগ নিয়ে এক্সে বলা হয়, বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন। হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর