শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শ্যামাসুন্দরী খাল বাঁচাতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শ্যামাসুন্দরী খাল বাঁচাতে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

রংপুর নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালটি দুর্গন্ধ, রোগজীবাণু এবং মশা উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। শ্যামাসুন্দরী খালকে বাঁচাতে জনসাধারণকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। রংপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। জনগণকে সচেতন করতে লিফলেটে বলা হয়, খালে প্লাস্টিক আবর্জনা-বর্জ্য ফেলা থেকে বিরত থাকি, খালের সঙ্গে স্যুয়ারেজ লাইন সরাসরি সংযোগ প্রদান থেকে বিরত থাকি, খালের জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তুলি, শ্যামাসুন্দরী খালটি দখলমুক্তকরণ, পুনঃখনন-সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এখন সময়ের দাবি। গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ্।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার নজরুল মৃধা, কালের কণ্ঠের রংপুর অফিসপ্রধান নজরুল ইসলাম রাজু, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, রংপুর জেলা শাখার সভাপতি সাদাকাত হোসেন, সহ-সভাপতি আরমানুল হক, সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান, যুগ্মসাধারণ সম্পাদক কায়সুননাহার কণা, অনুরুদ্ধ রায়, সাংগঠনিক সম্পাদক রবি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক তাবাসুম সূচনা, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, দফতর সম্পাদক আসাদুজ্জামান, নারীবিষয়ক সম্পাদক আছমা আক্তার ঋতু, ইভেন্ট সম্পাদক জুয়েল আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, স্বাস্থ্য ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ডা. ফারুকুজ্জামান, নারী ও শিশুবিষয়ক সম্পাদক শাহরিয়া তাসনিম শ্রাবণী, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, কার্যকরি সদস্য মোস্তাকিম বিল্লাহ, খায়রুজ্জামান আরিফ প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে কালের কণ্ঠ রংপুর অফিসে বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা শাখার নবগঠিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

 

সর্বশেষ খবর