শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমদাদুল হক মিলন এক্সিম ব্যাংক অন্যদিন সাহিত্য পুরস্কারে সম্মানিত

নিজস্ব প্রতিবেদক

ইমদাদুল হক মিলন এক্সিম ব্যাংক অন্যদিন সাহিত্য পুরস্কারে সম্মানিত

একুশে পদকে ভূষিত কথাশিল্পী ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’-এ সম্মানিত হয়েছেন। পুরস্কারদাতা প্রতিষ্ঠান পাক্ষিক অন্যদিন এ তথ্য দিয়েছে। দেশের প্রবীণ ও নবীন- এ দুই শ্রেণির কথাসাহিত্যিকদের অনুপ্রেরণা দিতে এ পুরস্কার দেওয়া শুরু হয় ২০১৫ সালে। বাংলা সাহিত্যে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইমদাদুল হক মিলন পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আইআইপিএম সুরমা চৌধুরী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তাঁর জন্ম ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে। উপন্যাস ও ছোটগল্পের জন্য সুখ্যাত ইমদাদুল হক মিলন। একজন দক্ষ নাট্যকারও। এ ছাড়া টিভি টকশোর উপস্থাপনায়ও তিনি সফল।

এ বছর নবীন সাহিত্য শ্রেণিতে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ।

সর্বশেষ খবর