শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কেসিসিতে সমঝোতায় তিন প্যানেল মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র প্যানেল নির্বাচনের ভোট গ্রহণ ছিল ৯ নভেম্বর। কিন্তু গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র ঘোষণা করা হয়।

জানা যায়, ২০২৩-২৮ মেয়াদে কেসিসির বর্তমান পরিষদের প্যানেল মেয়র-১ হয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফিক। এ ছাড়া প্যানেল মেয়র-২ হয়েছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা এবং সংরক্ষিত প্যানেল মেয়র-৩ হয়েছেন মেমরী সুফিয়া রহমান শুনু।

জানা যায়, প্যানেল মেয়র পদে আগ্রহ প্রকাশ করে ৩১ অক্টোবর নয়জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে প্যানেল মেয়র ১ ও ২ পদে সাধারণ আসনে পাঁচজন এবং সংরক্ষিত প্যানেল মেয়র-৩ পদে চারজন প্রার্থী হন। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নবনির্বাচিত প্যানেল মেয়র-২ এস এম খুরশিদ আহম্মেদ টোনা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সমঝোতার পর ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করলে নির্বাচন পরিচালনা কমিটি তিনজনকে বিজয়ী করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর